পবিত্র রমজান উপলক্ষে বাজার তদারকি ও যানজট নিরসনে ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। দিনব্যাপী জেলার বিভিন্ন স্থানে পরিচালিত ৮টি পৃথক অভিযানে ২২টি মামলায় মোট ৯৫,৯০০ টাকা জরিমানা করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফেনী শহরে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন, তানভীর আহমেদ, সৌভিক রায় ও শামীমা আক্তার।
এছাড়া, উপজেলা পর্যায়ে বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়। ফেনী সদর উপজেলায় অভিযান পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, সোনাগাজীতে নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান, ছাগলনাইয়ায় সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ এবং দাগনভূঞা বাজারে সহকারী কমিশনার শাহীদুল আলম।
ফেনী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা জানান, অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী প্রস্তুত, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং স্থায়ী দোকান থাকা সত্ত্বেও ফুটপাত দখল করে গণউপদ্রব সৃষ্টি করার মতো অপরাধে জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাজার নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আপনার মতামত লিখুন :