Noman Group Advertisement

হৃদরোগে আক্রান্ত সাবু মামার পাশে দাড়ালো ডিআইইউ সাংবাদিক সমিতি

মোঃ আল শাহারিয়া সুইট , ডিআইইউ সংবাদদাতা

প্রকাশিত: ৩০ মে, ২০২৫, ০৩:৪৮ পিএম

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির(ডিআইইউ) ইংরেজি বিভাগের অফিস সহায়ক বেলায়েত হোসেন সাবুকে উন্নত চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতি। এর আগে তিনি জটিল হৃদরোগে আক্রান্ত হন।

শুক্রবার (৩০ মে)  বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের পুরাতন ভবনে বেলায়েত হোসেন সাবুকে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরিফ আহমেদ । এছাড়াও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, কোষাধ্যক্ষ আল শাহরিয়ার সুইট উপস্থিত ছিলেন।

এসময় প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসাইন বলেন, সাংবাদিক সমিতির এই মহান উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখবে। তোমাদের কলম চলুক দেশ, মাটি ও মানুষের জন্য৷

সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ বলেন, আমরা সাধ্যমতো সাবু মামাকে সাহায্য করতে চেষ্টা করেছি৷  যেকোনো প্রয়োজনে আমরা সবসময় তার পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুছা মল্লিক বলেন, বেলায়েত হোসেন সাবু মামাকে সহায়তা করতে পেরে আমাদের ভালো লাগছে। তিনি আমাদের সবার প্রিয়জন৷ আমাদের এই সহায়তায়  বিশ্ববিদ্যালয় কতৃপক্ষেরও পরোক্ষ ভূমিকা রয়েছে৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে এগিয়ে এসেছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে৷ আমরা চাই সাবু মামা দ্রুত পূর্ণাঙ্গ সুস্থ্য হোক৷

Advertisement

Link copied!