Noman Group Advertisement

ঈদে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে: ডিএমপি কমিশনার

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৬ জুন, ২০২৫, ০৮:৪৭ পিএম

সাংবাদিকদের সামনে কথা বলছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ছবি: ডিএমপির সৌজন্যে

ঢাকা মহানগরীতে পবিত্র ঈদুল আজহা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সমন্বিত, সুদৃঢ় ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শুক্রবার (৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। পরে ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ডিএমপি কমিশনার বলেন, “ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও ঈদুল আজহা উদযাপিত হবে। সে লক্ষ্যে জাতীয় ঈদগাহ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর ১ হাজার ৭৩৯টি ঈদের জামাতে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”

তিনি জানান, শুধু জাতীয় ঈদগাহেই সকাল ৭টা ৩০ মিনিটে প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মহানগরীর বিভিন্ন ঈদগাহ ও মসজিদে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্ম ও সাদা পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে। তদারকির জন্য স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার। প্রস্তুত রাখা হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিট, সোয়াট ও ক্যানাইন ইউনিট।

ঈদগাহে প্রবেশের বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, “মৎস্য ভবন ক্রসিং, প্রেসক্লাব মোড় ও হাইকোর্ট ক্রসিং—এই তিনটি মূল প্রবেশপথে তল্লাশি ও ব্যারিকেড থাকবে। ঈদগাহে প্রবেশ করতে হবে আর্চওয়ে দিয়ে, পাশাপাশি মেটাল ডিটেক্টর ও ম্যানুয়াল তল্লাশিও করা হবে।”

নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, “ঈদ জামাতে কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু বা দাহ্য পদার্থ নিয়ে আসা যাবে না। জামাত শেষে তাড়াহুড়ো না করে সুশৃঙ্খলভাবে মাঠ ত্যাগ করুন। কারও আচরণ সন্দেহজনক মনে হলে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানাতে দ্বিধা করবেন না। নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি কার্যক্রমে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”

নারীদের জন্য ঈদগাহে থাকবে পৃথক প্রবেশপথ, নামাজের স্থান এবং নিরাপত্তা ব্যবস্থা।

Link copied!