Noman Group Advertisement

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

কক্সবাজার অফিস , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ জুন, ২০২৫, ০৬:৩৮ পিএম

সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার-জেইউসি'র (রেজি চট্টো ২৫৭৫) দ্বি-বার্ষিক নির্বাচনে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ হাসিম ও আনছার হোসেন। নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাসিম বাংলাদেশ সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সভাপতি ও দৈনিক ভোরের ডাক পত্রিকার কক্সবাজার প্রতিনিধি এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক আনছার হোসেন দৈনিক আমার দেশের কক্সবাজার ব্যুরো প্রধান।

শুক্রবার (১৩ জুন) বিকালে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ নুরুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে এই ফলাফল ঘোষণা করেন। জেইউসি'র ৯ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকল প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচিত ৯ কর্মকর্তাগণ হলেন সভাপতি মোহাম্মদ হাসিম (ভোরের ডাক), সহ-সভাপতি হুমায়ুন সিকদার (দৈনিক হিমছড়ি), সাধারণ সম্পাদক আনছার হোসেন (আমার দেশ), যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান (দেশ টিভি), কোষাধ্যক্ষ নুরুল হক চকোরী (ডেইলি মর্নিং অবজারভার), সাংগঠনিক সম্পাদক মোহাম্মদউর রহমান মাসুদ (দৈনিক নিরপেক্ষ), প্রচার ও প্রকাশনা সম্পাদক আজাদ মনসুর (বাংলাদেশ বেতার), সদস্য হাসানুর রশীদ (বাংলাদেশ প্রতিদিন) ও মহিউদ্দিন মাহী (সিবি টুয়েনটিফোর টিভি)।

কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচনী ফলাফল ঘোষণা দিয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহম্মদ নুরুল ইসলাম বলেন, নির্বাচনে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে ৯ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত ঘোষণা করা হয়েছে। ওই সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রুহুল কাদের বাবুল ও ইসলাম মাহমুদ উপস্থিত ছিলেন।

Advertisement

Link copied!