গাজীপুর মহানগরের জয়দেবপুর রাজবাড়ি রোডে অবস্থিত গাজীপুর কমপ্লেক্স শপিংমল-এ দিনদুপুরে এক নারীর উপর ন্যাক্কারজনক ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে ওয়াশরুমের পথে যাওয়ার সময় কালাম নামে এক যুবক তাকে জোরপূর্বক কক্ষে টেনে নিয়ে মুখ চেপে ধর্ষণের চেষ্টা চালায়।
ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় ক্রেতা ও পথচারীরা ছুটে এসে নারীটিকে উদ্ধার করলেও মালিকপক্ষের সহযোগিতায় প্রধান আসামি কালাম পালিয়ে যায়। এ ঘটনায় শপিংমল ও আশপাশ এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে গাজীপুর সদর মেট্রো থানায় চারজনকে আসামি করে মামলা করেন। অভিযুক্তরা হলেন, কালাম, ওয়াহিদ, মোশাররফ ও আলম হোসেন।
মামলা সূত্রে জানা যায়,আসামি কালাম জোর করে তাকে কক্ষে নিয়ে যায়।তার বোরকার হাতা ছিঁড়ে ফেলে এবং ধর্ষণের চেষ্টা চালায়।এসময় ওয়াহিদ, মোশাররফ ও আলম ঘটনাস্থলে এসে উল্টো নারীকে আটক করে হুমকি দিয়ে বলে- মার্কেটের বদনাম করলে খারাপ পরিণতি হবে।
পরে দীর্ঘ সময় আটকে রাখার পর স্থানীয়রা ও ভুক্তভোগীর ভাবি তাসলিমা তাকে উদ্ধার করেন।
শপিংমল-এ আসা তরুণী ক্রেতা রহিমা খাতুন বলেন—প্রকাশ্যে এমন ঘটনা ঘটবে আর মালিকপক্ষ সহযোগিতা করবে—এটা অকল্পনীয়।
ক্রেতা শহিদুল ইসলাম বলেন— শপিংমলে যেখানে নারী নিরাপদ থাকার কথা, সেখানে ধর্ষণের চেষ্টা—এটা অমানবিক। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।
কলেজছাত্রী নুসরাত জানান— আসামিকে পালাতে দিলে ভবিষ্যতে নারী নির্যাতন আরও বাড়বে। আমরা সবাই আতঙ্কে আছি।
গাজীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন—মামলা হয়েছে চারজনের বিরুদ্ধে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে, তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :