Noman Group Advertisement

বিয়ের দাবিতে অনশনে কলেজছাত্রী, প্রেমিক উধাও

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০১ পিএম

গাজীপুরের শ্রীপুরে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন এক কলেজছাত্রী। প্রেমিক সাব্বির গা–ঢাকা দেওয়ায় ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রে। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। 

অনশনে থাকা তরুণী শ্রীপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রী। তিনি জানান, সহপাঠী সাব্বিরের সঙ্গে তার প্রায় ছয় মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। প্রতিশ্রুত বিয়েতে টালবাহানা করতে থাকায় তিনি বাধ্য হয়ে প্রেমিকের বাড়িতে গিয়ে অবস্থান নেন। তরুণীর বাড়ি কাপাসিয়া উপজেলার তরগাও গ্রামে।

কিন্তু অনশনের খবর ছড়িয়ে পড়তেই সাব্বির পালিয়ে যায়। এ ঘটনায় প্রতিবেশী ও আশপাশের লোকজন ভিড় জমায়। কেউ কেউ ছাত্রীর সাহসিকতাকে সমর্থন করছেন, আবার অনেকে বিষয়টিকে পারিবারিক অশান্তির কারণ হিসেবে দেখছেন। অন্যদিকে পরিবার বলছে একই কলেজে সাব্বির ২য় বর্ষে পড়ে আর ছাত্রী ইতোমধ্যে এইচএসসি পাশ করেছেন।ছেলে বয়স ১৮ বছরই হয়নি।

স্থানীয়রা বলছেন, অসম প্রেম করল, প্রতিশ্রুতি দিল—এখন যদি পালিয়ে যায়, তাহলে মেয়েটা কোথায় যাবে? আবার কেউ কেউ বলছে ,এভাবে কারও বাড়িতে গিয়ে অনশন ঠিক সমাধান নয়, বিষয়টি সামাজিকভাবে মীমাংসা হওয়া দরকার।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। 

কাওরাইদ ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহবুব আলম বলেন, ঘটনাটি জেনেছি। উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, ৯৯৯-এ ফোন কলের পর পুলিশ ঘটনাস্থলে যায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পারিবারিক ও সামাজিক ভাবে দেশের আইন মেনে বিষয়টি সমাধান করতে উভয়পক্ষকে অপেক্ষা  করতে বলেছি।

এদিকে, এ ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে তীব্র কৌতূহল। অনেকেই প্রশ্ন তুলছেন—প্রেম, প্রতিশ্রুতি আর দায়িত্বের এই টানাপোড়েনে শেষ পর্যন্ত কার জিত হবে?

Link copied!