Noman Group Advertisement

জুলাই মাসের বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২০ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

জুলাই মাসের বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক আলিফ ক্যাজুয়াল লিঃ নামক কারখানার শ্রমিকরা অবরোধ করেছে। সোমবার সকাল ৮ টায় গাজীপুর মহানগরীর বাসন থানা কলম্বিয়া এলাকায় এ অবরোধে নামেন। আলিফ ক্যাজুয়াল লিঃ তৈরী পোষাক কারখানার শ্রমিকেরা সাধারণত কলম্বিয়া মোড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবরোধ করে রাখে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শ্রমিক বলেন, আমাদের জুলাই মাসের বেতন এখনো বকেয়া রয়েছে। আগস্ট মাসের বেতন আমরা এখনো পাইনি। সেপ্টেম্বর মাস চলে এসেছে। আমাদের কোনোভাবেই সংসার চালানো সম্ভব হচ্ছে না। তাছাড়া বাড়িওয়ালা বাসা ভাড়ার জন্য চাপ দিচ্ছে। কারখানার এসব তাল বাহানা বাড়ীওয়ালাদের বুঝানো যাচ্ছে না।

গাজীপুর শিল্প পুলিশের ( বাসন জোন) ইন্সপেক্টর ফারুকুল আলম বলেন, সকাল ৮ টা ৪৫ টায় শিল্প পুলিশ শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে শ্রমিকরা আলোচনার জন্য ফ্যাক্টরীর ভিতরে রয়েছে।

এ বিষয়ে আলিফ ক্যাজুয়াল লিঃ কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ফ্যাক্টরির শ্রমিকদের জুলাই মাসের বেতন বকেয়া রয়েছে। মালিকপক্ষ বেতন পরিশোধ না করে গত ২৮/০৮/২ ৫ ইং তারিখ হতে  ০৪/০৯/২৫খ তারিখ পর্যন্ত কারখানা  সাধারণ ছুটি ঘোষণা করে ও পুনরায় ০৬/০৯/২৫ইং হতে  ০৭/০৯/২৫ তারিখ পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে।সাধারণ ছুটি শেষে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলনে সড়কে নামে।

Link copied!