গাজীপুরের শ্রীপুরে নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগে এক যুবককে রাস্তা থেকে তুলে জঙ্গলে নিয়ে ছয় ঘণ্টা নির্যাতন চালানো হয়েছে।এসময় তারা ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ১০ হাজার টাকা দিলেও জোরপূর্বক তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের পাবুরিয়ারচালা গ্রামে এই ঘটনা ঘটে। মারধরের শিকার ওবায়দুল্লাহ (৩২), পেশায় একজন মোদী দোকানি।
এই বিষয়ে শনিবার ভুক্তভোগী মো. ওবায়দুল্লাহ বাদী হয়ে তিন জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন একই এলাকার --রেজাউল করিম (৪৫), শহিদ মিয়া (৪৫), সজীব (২০) ও সিয়াম (২০), যারা সবাই পরিচিত মাদক কারবারি বলে এলাকায় পরিচিত।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওবায়দুল্লাহকে রড, ধারালো ছুরি ও মাছ শিকারের টেঁটা দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়। বৃদ্ধ মাকে ডেকে এনে তার শিশুপুত্রের সামনেও তার ওপর নির্যাতন চালানো হয়েছে। পরবর্তীতে:শনিবার ভোর রাত ২টার দিকে স্বজনরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বারিক জানিয়েছেন, অভিযোগ পেয়েছি।দ্রুত সময়ের মধ্যে মোটরসাইকেল উদ্ধারসহ সকল আইনী ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :