গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর ক্লাব লিমিটেডের সভাপতি এম মঞ্জুরুল করিম রনি বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বেই আমরা সবাই এই লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাচ্ছি।
শনিবার বিকালে গাজীপুর মহানগরীর পিটিআই অডিটরিয়ামে “শিক্ষার আলো” আয়োজিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক হাজার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এম মঞ্জুরুল করিম রনি আরও বলেন, আমরা চাই তরুণ প্রজন্ম শুধু শিক্ষায় নয়, খেলাধুলা ও অন্যান্য ক্ষেত্রে বিশ্ব দরবারে নিজেদের যোগ্যতা প্রমাণ করুক। এজন্য একটি ‘শিক্ষার্থী হেল্প ডেস্ক’ চালু করা হবে, যেখানে দেশ-বিদেশে পড়াশোনার সুযোগ-সুবিধা, ভর্তি, আবেদন প্রক্রিয়াসহ যাবতীয় তথ্য ও পরামর্শ বিনামূল্যে দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষার আলো’র ব্যবস্থাপনা পরিচালক ড. মো. বখতিয়ার। উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শিক্ষা অফিসার মো. আল মামুন তালুকদার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাকর রায়, গাজীপুর ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক মো. ফখরুল, মহানগর ছাত্রদল সভাপতি রুহানুজ্জামান শুক্কুরসহ অনেকে।
শেষে প্রধান অতিথি এম মঞ্জুরুল করিম রনি কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও উপহার সামগ্রী তুলে দেন।
আপনার মতামত লিখুন :