মোঃ কাওছার আহম্মেদ, গাইবান্ধা: গাইবান্ধা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান রানাকে দ্রুত গ্রেফতারের দাবীতে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ী বর্মতট গ্রামে দুই ঘন্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বিক্ষোভ মানববন্ধনে প্রায় দুই শতাধিক নারী পুরুষ অংশ নেয়। মানববন্ধনে আওয়ামীলীগ নেতা মতিউর রহমান রানার অত্যাচারে অতিষ্ঠ ভুক্তভোগী রফিকুল মুন্সি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে মতিউর রহমান রানা আমার নামে থানায় মিথ্যা চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানী করেন।পরে সেই মামলায় তিনি বেকসুর খালাস পান। আরেক ভুক্তভোগী আমজাদ হোসেন বলেন, আওয়ামীলীগের প্রভাবে সন্ত্রাসী বাহিনী দিয়ে তার ৮৪ শতক জমি মতিউর রহমান রানা দখল করেন। সেই সময় থানা সহ আদালতে মামলা করতে চাইলেও মামলা করতে পারিনি। এখনও সেটির সুরহা হয়নি। বিএনপি নেতা আইনুল হক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর মতিউর রহমান রানার ইশারায় এই এলাকায় বিচার শালিশ থেকে শুরু করে দাঙ্গা, হাঙ্গামা, জমি দখল, চাঁদাবাজি, অপহরণ সহ নানা অপকর্ম সংঘটিত হয়েছে। এসব করে রানা আজ কোটি কোটি টাকার মালিক হয়েছেন। ঢাকায় ফ্লাট কেনা সহ নামে বেনামে কিনেছেন জমি, প্লট সহ ব্যাংকে রেখেছেন বিপুল পরিমাণ টাকা। বক্তরা বলেন, এতো অন্যায়, অত্যাচার সহ্য করেছে এই এলাকার মানুষ। রানার বিচার দাবিতে আজ ফুঁসে উঠেছে গ্রামবাসী। আওয়ামীলীগ নেতা মতিউর রহমান রানার বিরুদ্ধে সদর থানায় কয়েকটি মামলা থাকার পরেও রহস্যজনক কারনে তাকে পুলিশ গ্রেপ্তার করছেনা। বিক্ষোভ ও মানববন্ধনে রানাকে দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা।
আপনার মতামত লিখুন :