Noman Group Advertisement

হাওরপারের গ্রামগুলোতে ছয় মাসের জলাবদ্ধতা, নৌকাই ভরসা

মোঃ আঃ মান্নান , তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:৫১ পিএম

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের উমেদপুরসহ হাওরপারের বেশ কয়েকটি গ্রাম বছরের প্রায় ছয় মাস মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। চারদিকে অথই পানির কারণে এসব গ্রামের মানুষের একমাত্র ভরসা ছোট ডিঙি নৌকা। এভাবেই জীবনযাপন করতে হচ্ছে হাজারো পরিবারকে। সরেজমিন দেখা যায়, ঘরবাড়ির চারপাশে থইথই পানি। সড়ক, মাঠ সবই পানির নিচে ডুবে আছে। ফলে গ্রামের মানুষজন বাজারে যাওয়া, স্কুলে যাওয়া কিংবা চিকিৎসার জন্য বের হতে নৌকা ছাড়া উপায় পান না। স্থানীয় বাসিন্দা সাগর মিয়া ও তাঁর স্ত্রী পপি বেগম জানান, দীর্ঘদিন ধরে তাঁরা দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে ওই এলাকায় বসবাস করছেন। মেয়েরা উমেদপুর বিদ্যালয়ে পড়ে। কিন্তু প্রতিদিন তাদের স্কুলে পাঠাতে হয় ডিঙি নৌকায় করে। এতে নিত্যদিনই দুর্ঘটনার শঙ্কা থেকে যায়। পাঠাবুকা গ্রামের বাসিন্দা হৃদয় মিয়া বলেন, হাওরপারের মানুষ ছয় মাস পানি সহ্য করেই বাঁচতে অভ্যস্ত। শিশুরা ছোটবেলা থেকেই সাঁতার শিখে নেয়। তবে অসচেতনতার কারণে দুর্ঘটনা প্রায়ই ঘটে। তিনি আরও জানান, বর্ষায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, আর শুকনো মৌসুমে হাওরে ধান চাষ করেন তারা। গ্রামের মানুষ নিরাপদ পানির চরম সংকটে ভুগছেন। দূরে টিউবওয়েল থাকায় অনেকে বাধ্য হয়ে দূষিত পানি ব্যবহার করেন। ফলে পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে। বিদ্যুৎ ও স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন সুবিধা না থাকায় স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, হাওরপারের গ্রামগুলো জনবিচ্ছিন্ন হওয়ায় মানুষ নানারকম সমস্যায় পড়ছেন। এসব পরিবারকে সহযোগিতা করার জন্য বিশেষ নজর দেওয়া হবে।

Link copied!