Noman Group Advertisement

মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৭ পিএম

খন্দকার সেলিম রেজা ,ভ্রাম্যমাণ প্রতিনিধি: নরসিংদীর মনোহরদীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার( ১১ সেপ্টেম্বর)দুপুরে উপজেলার চালাকচর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  মোঃমাহমুদুর রহমান নেতৃত্বে বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। 
 
মেয়াদোত্তীর্ণ বিভিন্ন শিশু খাদ্য বিক্রির জন্য সংরক্ষণ করিয়া রাখাতে"ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর "৫১ ধারায় "শফিক স্টোরের " মালিক কে =৫০০০/টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি জন্য সংরক্ষণ করে রাখাতে "ঊর্মি মেডিকেল হলের" মালিক কে "ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর" ৫১ ধারায় =৩০০০/টাকা, সর্বমোট =৮০০০/ টাকা জরিমানা আদায় করা হয়।
 
এ ছাড়াও জনস্বার্থে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই তদারকী কর্মকর্তা। এ সময় স্যানেটারী ইন্সপেক্টর মোঃশাহ্ নেওয়াজ নিরাপদ খাদ্য পরিদর্শক মো.মোবারক হোসেন ও নরসিংদী জেলা পুলিশ লাইন্সের পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।

Link copied!