গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও মহানগর শ্রমিকলীগ নেতা মজিদ বেপারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মহানগরের ২৮ নং ওয়ার্ডের জোরপুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সাব-ইন্সপেক্টর আকরাম হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম। পুলিশ জানায়, কালিয়াকৈর থানায় দায়ের হওয়া হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মজিদ বেপারি। তিনি মহানগরের সুরাবাড়ি ৫ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের নেতা। গ্রেপ্তাতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :