গাজীপুর কাপাসিয়ায় নির্বাচনী হাওয়ার কেন্দ্রবিন্দুতে এনসিপি

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫, ০১:৫১ পিএম

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে ভোটের মাঠ এখন সরগরম। বড় দুই দল বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের পাশাপাশি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট আলী নাছের খান। তরুণ নেতৃত্ব ও পরিবর্তনের অঙ্গীকার নিয়ে তিনি কাপাসিয়ার ভোটারদের মাঝে শক্ত অবস্থান তৈরি করছেন।

আলী নাছের বলেন, এখন সর্বত্র তারুণ্যের জয়জয়কার। আমি বিশ্বাস করি, কাপাসিয়াকে কৃষিনির্ভর সবুজ শিল্পোন্নত, অপরাধমুক্ত ও নিরাপদ এলাকায় রূপান্তর করা সম্ভব। তারুণ্যের স্বপ্ন, সবুজ উন্নয়ন ও অপরাধমুক্ত সমাজের ভিশন ঘিরে মাঠে জনসম্পৃক্ততা বাড়াচ্ছেন তিনি।

বিএনপির মনোনয়নপ্রত্যাশী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর ছোট ছেলে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান বলেন, কাপাসিয়াবাসীর প্রতি আমার অঙ্গীকার,পরিবেশবান্ধব শিল্প কারখানা গড়ে তোলা, মাদকমুক্ত কাপাসিয়া নির্মাণ, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা গঠন।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সাখাওয়াত হোসেন সেলিমও মনোনয়নের প্রত্যাশী। তিনি বলেন, কাপাসিয়ার মানুষের অধিকার ফিরিয়ে আনাই আমার লক্ষ্য। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও দুর্নীতি-দুঃশাসনের অবসান ঘটিয়ে সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।

জামায়াতের প্রার্থী, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সালাহউদ্দিন আইউবী জানান, দাঁড়িপাল্লা ইতোমধ্যেই কাপাসিয়ার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। অতীতের যেকোনো সময়ের চেয়ে এ আসনে জামায়াত এখন মজবুত অবস্থানে রয়েছে।

ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা কাজীম উদ্দিন বলেন, ইসলামি মূল্যবোধের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ গঠনই আমার লক্ষ্য। শান্তিপূর্ণ ও সমৃদ্ধ কাপাসিয়া গড়তে জনগণ আমাদের সাথেই আছে। এলাকাবাসীর মতে,কাপাসিয়ার ভোটের মাঠে বিএনপি ঐতিহ্যের শক্তি, জামায়াতের সংগঠিত অবস্থান ও ইসলামী আন্দোলনের নীতিগত বার্তা নিয়ে সক্রিয়। তবে নতুন মাত্রা যোগ করেছে এনসিপির আলী নাছেরের নেতৃত্ব। তরুণ প্রজন্মের ভরসা, অপরাধমুক্ত সমাজের ভিশন ও সবুজ উন্নয়নের প্রতিশ্রুতিতে তিনি এখন আলোচনার শীর্ষে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের কাপাসিয়ার নির্বাচন শুধু ঐতিহ্য বনাম সংগঠনের নয়,তারুণ্য ও পরিবর্তনের স্বপ্নও ভোটের পাল্লায় বড় ভূমিকা রাখবে। আর সেখানেই আলী নাছেরের এনসিপি হয়ে উঠছে আলোচনার মূল কেন্দ্রবিন্দু। তবে বিএনপি ঐতিহ্য, জামায়াত সাংগঠনিক শক্তি, ইসলামী আন্দোলন নীতির অঙ্গীকার আর তরুণদের ভরসা আলী নাছেরের ভিশনে ভোটের মাঠে কার পাল্লা ভারী সেটা দেখতে অপেক্ষা করতে হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন পর্যন্ত। এমনটি মন্তব্য করছেন এলাকাবাসী।

Link copied!