গাজীপুরের কাপাসিয়া বাজারে আগুন, পুড়ল ৫ দোকান, ছাই হলো ২০০ পাখি

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০১ অক্টোবর, ২০২৫, ০৫:৪৩ পিএম

গাজীপুরের কাপাসিয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে গেল ৫টি দোকান। আগুনে দোকানপাটের পাশাপাশি প্রাণ হারালো প্রায় ২০০ রঙিন পাখি।যার মধ্যে ছিল বাজরিগর, ককাটেল, টিয়া, কবুতর ও ঘুঘু। 

বুধবার (১লা অক্টোবর) সকাল ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে গৌতম বণিকের দোকানে প্রায় ২৫ লাখ, লিটন বণিকের ৮ লাখ, বরেন্দ্র মণ্ডলের ২ লাখ, শীতল মণ্ডলের ২ লাখ ও লিটন ঘোষের দোকানে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পাখি ব্যবসায়ী বরেন্দ্র মণ্ডল ভগ্নকণ্ঠে জানান, আগুনে শুধু মালামালই নয়, তার দোকানে থাকা প্রায় ২০০ পাখি ও দুই লাখ টাকার খাদ্যও ছাই হয়ে গেছে।

কাপাসিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহফুজুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তদন্ত চলছে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার উপপরিদর্শক শফিক মিয়া।

আগুনের লেলিহান শিখা শুধু ব্যবসার স্বপ্নই কেড়ে নেয়নি, রঙিন ডানার ঝাঁকও শেষ হয়ে গেছে একসাথে দুঃখভারাক্রান্ত কাপাসিয়া বাজার এখন নিস্তব্ধ।

Link copied!