গাজীপুরে ইয়াবা ট্যাবলেটসহ নারী গ্রেফতার - মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০১ পিএম

গাজীপুর মহানগরীর পূবাইল থানা পুলিশ এক অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২ হাজার ৩০০ টাকাসহ এক নারীকে আটক করেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে পূবাইল থানার ৪০ নং ওয়ার্ডের কুদাব এলাকায় অভিযান চালিয়ে নাসরিন আক্তার (৩৫) নামের ওই নারীকে গ্রেফতার করা হয়। আটক নাসরিন আক্তার একই এলাকার রাশেদুল আলমের স্ত্রী। ঘটনার সঙ্গে জড়িত ওই নারীর স্বামী রাসেদুল পলাতক রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, এসআই মোঃ রফিকুল ইসলাম, এএসআই গোলাম সারোয়ার ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। নারী পুলিশের সহায়তায় গ্রেফতারকৃত নাসরিন আক্তারের নিজ ঘরের ওয়ারড্রপের ড্রয়ারের উপর থেকে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Link copied!