গাজীপুরে মাদকের টাকার জন্য স্ত্রীকে বিক্রি

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:০৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য স্বামী নিজ স্ত্রীকে অন্যের হাতে তুলে দেওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। অনৈতিক সম্পর্কে রাজি না হওয়ায় ওই নারীকে নৃশংসভাবে নির্যাতন ও সিগারেটের জ্বলন্ত ছ্যাঁকা দেওয়া হয়। সমাজে মাদকের ভয়াবহতা ও অবক্ষয়ের চিত্র হিসেবে এ ঘটনা সর্বত্র ক্ষোভ ও আলোচনা সমালোচনার ঝড় তুলেছে। সোমবার(২৯ সেপ্টেম্বরে) দিবাগত রাতে ভুক্তভোগী নারী শ্রীপুর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর গভীর রাতে মাদকাসক্ত স্বামী চারজন অচেনা ব্যক্তিকে ঘরে এনে বাইরে থেকে দরজা আটকে দিয়ে স্ত্রীকে অনৈতিক সম্পর্কে বাধ্য করার চেষ্টা করা হয়। কিন্তু তার স্ত্রী রাজি না হওয়ায় শরীরের বিভিন্ন স্থানে সিগারেটের ছ্যাঁকা দিয়ে নির্যাতন চালানো হয়। পরে স্বামী জানিয়ে দেন, মাদক কেনার জন্য তিনি টাকার বিনিময়ে স্ত্রীকে অন্যদের হাতে তুলে দিয়েছেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক। সামাজিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন,এটি কেবল একটি পারিবারিক ট্র্যাজেডি নয়, বরং সমাজের ভয়াবহ অবক্ষয়ের প্রতিচ্ছবি। মানবাধিকার কর্মী হুমায়ুন কবীর বলেন, মাদকের টাকার জন্য স্ত্রীকে বিক্রি,এর চেয়ে জঘন্য আর কিছু হতে পারে না। আমরা সামাজিক অবক্ষয়ের তলানিতে পৌঁছে গেছি। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা হবে। বিশেষজ্ঞদের মতে-- পরিবারভিত্তিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে,মাদকবিরোধী অভিযান আরও কঠোর করতে হবে,ধর্মীয় ও নৈতিক শিক্ষা জোরদার করা জরুরি এবং নারী ও শিশু সুরক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তাহলে এমন সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পাবে সমাজ।

Advertisement

Link copied!