মুন্সিগঞ্জের সিরাজদিখানে সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপারে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। (৫ অক্টোবর) রবিবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিকের আয়োজনে থানার প্রাঙ্গণে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবির। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিছুর রহমান সিরাজদিখান সার্কেলের সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপার মোঃ আনোয়ার পারভেজ। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার ওসি তদন্ত হাবিবুর রহমান, শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজুল ইসলামসহ থানার সকল কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে এসআইদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এসআই মোঃ মাসুদ রানা, এএসআইদের পক্ষ থেকে এএসআই শরিফুল ইসলাম এবং কনস্টেবলদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হযরত আলী। বক্তারা সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইব্রাহিমের কর্মনিষ্ঠা, মানবিক গুণাবলি ও পেশাগত দক্ষতার প্রশংসা করে স্মৃতিচারণ করেন। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফিরোজ কবির বলেন,
“আসলে সিরাজদিখান সার্কেলটি এমন একটি জায়গা যেখানে যে কর্মকর্তা আসেন, তিনি সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে পদোন্নতি লাভ করেন। ইব্রাহিম সাহেবও তার যোগ্যতা ও নিষ্ঠার মাধ্যমে সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। আমি তার ভবিষ্যৎ জীবনের সাফল্য ও আরও সম্মান অর্জনের কামনা করছি। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিদায়ী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
আপনার মতামত লিখুন :