নিখোঁজের বারো দিনেও সন্ধান মিলেনি হাফেজ নিহাদুল ইসলাম চৌধুরীর

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৮ অক্টোবর, ২০২৫, ০৭:৩৮ পিএম

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ৪নং বাহারছড়া ইউনিয়নের মনছুর আলী চৌধুরী বাড়ির জাফর আহমদ চৌধুরীর ছোট ছেলে হাফেজ নিহাদুল ইসলাম চৌধুরী নিহাদ (১৬) গত ২৭ সেপ্টেম্বর (শনিবার) স্থানীয় আবু বক্কর ছিদ্দিক (রহ.) মাদ্রাসার উদ্দেশে বের হয়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজের পর থেকে বারো দিন পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ মেলেনি।

ছেলের খোঁজে দিশেহারা পরিবার এখন অসহায় হয়ে পড়েছে। মা-বাবা, ভাই-বোন সবাই ভেঙে পড়েছেন; মারাত্মক অসুস্থ হয়ে পড়েছেন নিখোঁজের বাবা-মা।

নিহাদুল ইসলামের পরিবার জানায়, প্রতিদিনের মতোই সেদিন সকালে মাদ্রাসার উদ্দেশ্যে ঘর থেকে বের হয় নিহাদ। কিন্তু রাতে বাড়ি না ফেরায় সর্বত্র খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও কোনো সন্ধান মেলেনি।

বিষয়টি জানার পর বাঁশখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নিখোঁজের পরিবার।

এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, “নিখোঁজ হাফেজ নিহাদের সন্ধানে আমাদের টিম গুরুত্বসহকারে কাজ করছে। বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হচ্ছে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান অব্যাহত রয়েছে।”

নিহাদের পরিবার জানিয়েছে, “যদি কোনো স্বহৃদয়বান ব্যক্তি আমাদের ছেলের সন্ধান দিতে পারেন বা কোনো তথ্য দিতে পারেন, তাহলে তাকে যথাযথ সম্মাননা প্রদান করা হবে।”

যোগাযোগ: ০১৮৪৫৭৯৬৯৩৯ / ০১৬১৫৩৫০৯৪৪ / ০১৩০৬৭৪৭৬৩৯

Advertisement

Link copied!