রাশেদ, সারিয়াকান্দি: আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে যমুনা নদীর ভাঙন রোধে স্থায়ী প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে মন্তব্য করেছেন বগুড়া-০১ আসনের সাবেক সাংসদ কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে যমুনা ভাঙন রোধে বিভিন্ন হার্ড পয়েন্ট ও স্পার নির্মাণ করে যমুনা তীরের জনপদকে রক্ষা করেছিল।
গত কয়েক বছর আ'লীগ ক্ষমতায় এসে সারিয়াকান্দিতে কোনো উন্নয়নমূলক কাজ করেনি। আ'লীগের লুটপাটের কারণে যমুনা তীরের জনসাধারণের ভাগ্যের কোনো পরিবর্তন আসেনি। সত্যিকার অর্থে জনগণের কল্যাণের জন্য যে পরিকল্পনা, তা তারা বাস্তবায়ন করার চেষ্টা করেনি।
আবারও আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে জনকল্যাণমুখী কাজগুলো অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হবে। এর মধ্যে পৃরধান কাজ হবে যমুনা নদীকে নিয়ন করা।
বৃহস্পতিবার বিকেলে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কামালপুর ইউনিয়নের গোদাখালী এলাকায় নদী ভাঙন পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হলে সারিয়াকান্দি-সোনাতলা হবে বাংলাদেশের অন্যতম সংসদীয় আসন।
এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, পৌর বিএনপির সহ-সভাপতি লাল মাহমুদ লাল সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :