পূবাইলে জমি নিয়ে বিরোধে সশস্ত্র হামলা: ব্যাংক কর্মকর্তা-মা গুরুতর জখম, স্বর্ণ লুট!

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:৫৮ পিএম

(বামে) ব্যাংক কর্মকর্তা দিলীপ চন্দ্র দাস (ডানে) ফালানী রানী দাস

গাজীপুর মহানগরের পূবাইল থানার তালটিয়া পূর্বপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ দেশ ব্যাংকের যুগ্ম পরিচালক দিলীপ চন্দ্র দাস (৪১) ও তার মা ফালানী রানী দাস (৬৫) সশস্ত্র হামলার শিকার হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সীমানা প্রাচীর নির্মাণের সময় প্রভাত চন্দ্র দাস, মোঃ সুসান্ত চন্দ্র দাস, প্রদীপ চন্দ্র দাস, রাম চন্দ্র দাসসহ অজ্ঞাত ৪–৫ জন পরিকল্পিতভাবে তাদের ওপর লোহার রড ও দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ চালায়।হামলার শিকার দিলীপ চন্দ্র দাসের মা  ফালানী রানী দাস গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়,ব্যাংক কর্মকর্তা তার নিজের জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করতে গেলে হামলার শিকার হন তারা।

মঙ্গলবার দুপুরে হামলার শিকার ব্যাংক কর্মকর্তা দিলীপ চন্দ্র দাস বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে পূবাইল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, হামলায় মায়ের কোমর, হাঁটু ও আঙুলে গুরুতর আঘাত ও ১ ভরি স্বর্ণালংকার ও ১ ভরি ব্যাচলাইটসহ  ২ ভরি স্বর্ণ লুট করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৪,২০,০০০/- টাকা। আহত ওই ব্যাংক কর্মকর্তার মা বর্তমানে গুরুতর অবস্থায় শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়রা বলছেন, বিভিন্ন সময়ে জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি বিষয়টি উত্তপ্ত হয়ে উঠেছিল।

দিলীপ চন্দ্র দাস দাবি করেছেন, আমাদের ওপর পরিকল্পিত হামলা হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

পূবাইল থানার ওসি শেখ আমিরুল ইসলাম জানিয়েছেন, ঘটনাটি তদন্তাধীন। আহতদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।

Advertisement

Link copied!