রাকিব ইসলাম, পাটগ্রাম: লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী গোলাম ফারুক সরকার সুমন এলাকার উন্নয়ন ও তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিনের ছাত্র রাজনীতির অভিজ্ঞতা ও তরুণ মেধাবী ছাত্রনেতা হিসেবে এলাকার যুবসমাজ তাঁর প্রতি আকৃষ্ট হয়েছেন। তিনি সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা ও ফ্যাসিবাদ বিরোধী সর্বদলীয় ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা ছিলেন৷ এছাড়াও তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক।
গোলাম ফারুক সরকার সুমন হাতীবান্ধা-পাটগ্রাম এলাকার সার্বিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছেন। তিনি বেকারত্ব দূরীকরণ, শিক্ষাখাতের উন্নয়ন, এবং সামাজিক সমস্যা সমাধানে অঙ্গীকারবদ্ধ। যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্বের স্থায়ী সমাধান করতে বেসরকারি বিনিয়োগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনাও রয়েছে।
পাশাপাশি শিক্ষাখাতের উন্নয়নে স্কুল, কলেজ ও মাদরাসাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও উপবৃত্তির ব্যবস্থা, এবং আধুনিক শিক্ষা উপকরণ সরবরাহের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন করতে চান। তিনি এলাকা থেকে দূর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, ডাকাতি ও মাদকের মতো ব্যাধি নির্মূলে সবার সহযোগিতা কামনা করেছেন এবং একটি শান্তিপূর্ণ ও সুন্দর সমাজ গঠনে কাজ করার অঙ্গীকার করেছেন।
গোলাম ফারুক সরকার সুমন তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা ও তরুণ প্রজন্মের সঙ্গে সুসম্পর্কের কারণে এলাকার মানুষকে বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশী করে তুলেছেন। তার সমর্থকরা মনে করেন, সুমনের মতো মেধাবী ও তরুণ নেতাই পারবেন হাতীবান্ধা-পাটগ্রামের উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে। এলাকার তরুণরা জানান, তারা এবার গোলাম ফারুক সরকার সুমনকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চান। তার পরিষ্কার ভিশন ও কাজের প্রতি নিষ্ঠাই তাদের মধ্যে আস্থা সৃষ্টি করেছে।
গোলাম ফারুক সরকার সুমন সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেন, "এলাকার উন্নয়ন ও সমৃদ্ধি আমার একমাত্র লক্ষ্য। আমি চাই হাতীবান্ধা-পাটগ্রামের মানুষ শিক্ষায়, কর্মসংস্থানে ও নিরাপত্তায় এগিয়ে যাক এবং একটি আধুনিক সমৃদ্ধশালী এলাকায় পরিণত হোক৷
আপনার মতামত লিখুন :