ভাঙ্গায় ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস খাদে নিহত-২ আহত ১২

মোঃ জাকির হোসেন মুন্সি , ভাংগা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৫, ০৩:৩৩ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী নামক স্থানে বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা থেকে বরিশাল গামী যাত্রীবাহী পরিবহন ইউরো লাইন পরিবহন ও শ্যামলী পরিবহনের দুটি গাড়ি ওভারটেকিং করতে গিযে নিয়ন্ত্রণ হারিয়ে ইউরোলাইন পরিবহন টি রাস্তার পাশের পানি ভর্তি খাদে উল্টে যায়।

এ সময় ঘটনাস্থলেই শামসুন্নাহার বেগম (৪১) নামের এক মহিলা নিহত হয়। তিনি বরিশাল জেলার উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের নজরুল ইসলামের স্ত্রী। এসময় আহত হয় কমপক্ষে ১০ জন। স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে নিহতদের লাশ ও আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অন্যদিকে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রাবেয়া আক্তার (১২) নামের একটি শিশু দুপুর দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসারত অবস্থায় মারা গেছে।

শিশুটি চাচা ফিরোজ গাজী এবং ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট রাসেল মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। রাবেয়া পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের হানিফ গাজীর মেয়ে। বেলা দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 

 ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রোকিবুজ্জামান জানান, ঢাকা থেকে বরিশালগামী ইউরো লাইন নামের একটি পরিবহন বাস ও শ্যামলী পরিবহন একে অপরকে ওভারটেকিং করার সময় শ্যামলী পরিবহনের ধাক্কায় ইউরো লাইন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পানি ভর্তি খাদে উল্টে যায়। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাই। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। একইসাথে শ্যামলী পরিবহন বাসটিকে জব্দ করা হয়েছে।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই শামসুন্নাহার নামক এক গৃহবধূ এবং দুপুর দুইটার দিকে রাবেয়া আক্তার নামক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

Advertisement

Link copied!