৩০ বছর পর গাজীপুর-২ আসন ধানের শীষের জয় উপহার দেব -হান্নান মিয়া হান্নু

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ০১:৩১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪০ বছরের নিবেদিত প্রাণ,রাজনীতিক নেতা, গাজীপুর মহানগর বিএনপির ১নং যুগ্ম আহবায়ক ও গাজীপুর-২ আসনের সম্ভাব্য প্রার্থী আলহাজ্ব হান্নান মিয়া হান্নু বলেছেন,আমি ৩০ বছর পর গাজীপুর-২ আসনটি ধানের শীষের জন্য জয় উপহার দেব। এ বিজয় হবে জনগণের, এ বিজয় হবে অত্যাচারের বিরুদ্ধে ন্যায় ও গণতন্ত্রের বিজয়ের প্রতীক।

তিনি বলেন, ভোট মানে জনগণের অধিকার, এটি পবিত্র আমানত। ১৭ বছর ধরে দিনের ভোট রাতে হয়েছে, সকালে কেন্দ্রে গেলে বলেছে আপনার ভোট হয়ে গেছে’।এমনকি মৃত দাদা-দাদী,নানা-নানীও নাকি ভোট দিয়েছেন! 

এবার সেই অন্যায় আর চলবে না। জনগণ জেগে উঠেছে,গাজীপুর আর রাতের ভোট মেনে নেবে না। এবার ভোটের বাক্সে জনগণের জয় হবে, স্বৈরশাসনের অবসান হবে।

শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে  গাজীপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৈঠকে স্থানীয় নেতাকর্মী, তরুণ ভোটার, শিক্ষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নারীরা উপস্থিত ছিলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে হান্নান মিয়া হান্নু বলেন—এই ৩১ দফা হচ্ছে বাংলাদেশের উন্নয়ন ও পুনর্গঠনের নকশা। এই দফাগুলো বাস্তবায়নের মাধ্যমে আমরা সেই বাংলাদেশ গড়ব—যেখানে ন্যায়বিচার, ভোটাধিকার ও মানুষের মর্যাদা ফিরে আসবে।

তিনি আরও বলেন, আমি ৪০ বছর ধরে বিএনপির রাজনীতিতে আছি। দুঃসময়ে রাজপথ ছাড়িনি, নির্যাতন-জুলুম সহ্য করেছি, মামলা-হামলার মধ্যেও নেতাকর্মীদের ছেড়ে যাইনি। আমাকে মৃত ভেবে রাস্তায় ফেলে গিয়েছিল, তবুও দাঁড়িয়েছি, কারণ আমি জানি, সত্যের পক্ষে লড়াই করলে একদিন বিজয়ী হবোই।

হান্নান মিয়া হান্নু নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে বলেন, ধানের শীষ বিজয়ী হলে গাজীপুরকে আমি সন্ত্রাস, মাদক ও কিশোরগ্যাং মুক্ত একটি শান্তিময় নগরে রূপ দেব। গাজীপুরের কিছু অংশকে মদিনার আদল সৌন্দর্যমণ্ডিত করব। যেন গাজীপুর হয় মুসলিম বিশ্বের উন্নয়ন ও সৌন্দর্যের প্রতীক। জনগণ পাশে থাকলে ইনশাআল্লাহ গাজীপুর হবে আলোর নগরী।

তিনি আরও বলেন, নভেম্বরে দেশে আসছেন আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর আগমন হবে জনতার ভালোবাসার স্রোতে ঐতিহাসিক মুহূর্ত। সেই স্রোতে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করেই আমরা ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশ পরিবর্তনের নতুন অধ্যায় শুরু করব।

 তিনি উপস্থিত নেতাকর্মীদের ও ভোটারদের আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষে ভোট দিন, আগামীর স্বপ্নপুরণ করুন। জনগণের ভোট ফিরিয়ে আনা মানেই বাংলাদেশের ভবিষ্যৎকে আলোকিত করা।

উঠান বৈঠকে আবুল মেম্বারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,গাজীপুর মহানগর তাতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারি, গাজীপুর মহানগর কৃষকদলের সদস্য সচিব খান জাহিদুল ইসলাম, গাজীপুর পরিবহনের এমডি

তাজুদ্দিন তাজু, গাজীপুর সদর মেট্রো থানা শ্রমিকদল সভাপতি লিয়াকত আলী, এছাড়া ছাত্রদল, যুবদল, শ্রমিকদল, কৃষকদলসহ বিএনপির  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

Advertisement

Link copied!