শ্রীপুরে রাতভর সাঁড়াশি অভিযানে ১৫ আসামি গ্রেপ্তার

রুহুল আমিন সুজন , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫, ০৬:২৩ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

গাজীপুরের শ্রীপুরে রাতভর সাঁড়াশি অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়ি, সন্ত্রাসী, ছিনতাইকারী ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্তসহ মোট ১৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ।

সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক পিপিএম বলেন, “রাতভর সাঁড়াশি অভিযানে বিভিন্ন মামলায় চিহ্নিত মোট ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।”

 

তিনি আরও জানান, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Link copied!