গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার বলেছেন, আমার বিরুদ্ধে বিকৃত ভিডিও ছড়িয়ে রাজনৈতিকভাবে হেয় করার নোংরা চক্রান্ত চলছে।
রোববার (২৬ অক্টোবর ) দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, আমি ওমরাহ পালনে থাকাকালীন ২৩ অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ১০ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে আমাকে টাকা নিতে দেখা যায়। ভিডিওর সেই অংশটি সত্য হলেও এর প্রেক্ষাপট বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। এটি কোনো চাঁদাবাজির টাকা নয়, বরং গাড়ি বিক্রির অর্থ।
তিনি জানান, ২০২৪ সালের ২৮ জুলাই আফজাল হোসেন নামে এক ব্যক্তি তার ছেলের প্রতিষ্ঠান ‘এম/এস কার সাম্রাজ্য’ থেকে ৪০ লাখ টাকায় একটি নোয়া স্কয়ার গাড়ি ক্রয় করেন। ব্যাংক ঋণ পরিশোধের পর ওই টাকা কাশিমপুরের বাসায় পৌঁছে দেওয়ার সময় গোপনে ভিডিও ধারণ করা হয়।
শওকত হোসেন সরকার অভিযোগ করেন, আফজাল হোসেন আওয়ামী ঘরানার সুবিধাবাদী ব্যক্তি, যিনি এখন বিএনপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছেন। জুলাই আন্দোলনের পর থেকে একটি মহল বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা প্রচারণা চালাচ্ছে,আমি সেই ষড়যন্ত্রেরই শিকার।
তিনি আরও জানান, ইতোমধ্যে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আফজাল হোসেনকে আসামি করে মানহানির মামলা করেছি। তার যদি সৎ সাহস থাকে, আদালতে এসে আমার মুখোমুখি হোক,আইনই নির্ধারণ করবে কে সত্য, কে মিথ্যা।
জমিদারবাড়ি দখলের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ২০০৫ সালে বৈধভাবে সম্পত্তির অর্ধেক ক্রয় করি। ২০১২ সালে তৎকালীন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক দখলের চেষ্টা চালান, যা আদালত নিষিদ্ধ করে। সম্প্রতি আমি ওই সম্পত্তির পর্চাও পেয়েছি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
দৃঢ় কণ্ঠে শওকত হোসেন সরকার বলেন, আমি তিন দশক ধরে গাজীপুরের মানুষের জন্য রাজনীতি করছি। জেল-জুলুম, মিথ্যা মামলা,সব সহ্য করেছি, কিন্তু আদর্শ থেকে সরিনি। এখন প্রতিপক্ষ চরিত্রহননের রাজনীতি শুরু করেছে।
সংবাদ সম্মেলনের শেষে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আমি গাজীপুরের সন্তান, আপনাদের ভাই। সত্য তুলে ধরুন, ইনশাআল্লাহ সত্যের জয় হবেই।
সংবাদ সম্মেলনে বিএনপির অসংখ্য নেতাকর্মী ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :