জুলাই সনদের আইনি স্বীকৃতি না পেলে সব অর্জন ব্যর্থ হবে -খায়রুল হাসান

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৫, ০৭:৪৭ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর, গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মো. খায়রুল হাসান বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি না পেলে অভ্যুত্থানের সব অর্জন ব্যর্থ হবে।

সোমবার (২৭ অক্টোবর) কালিগঞ্জ উপজেলা জামায়াতের  উদ্যোগে জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবির অংশ হিসেবে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী দুঃশাসনের এক কালো অধ্যায় থেকে আমরা মুক্তি পেয়েছি। এজন্য আমাদের দিতে হয়েছে ভয়াবহ মূল্য, ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বইঠার হত্যাযজ্ঞ, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে দেশপ্রেমিক সেনা অফিসারদের শহীদ হওয়া, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের পৈশাচিক গণহত্যা এবং বছরের পর বছর গুম, খুন, নির্যাতনের মধ্য দিয়ে বিরোধী মত দমন। কিন্তু জুলাই অভ্যুত্থানে ছাত্রজনতার রক্ত, আত্মত্যাগ আর সাহসিকতার বিনিময়ে দীর্ঘদিনের আওয়ামী ফ্যাসিবাদের অবসান ঘটেছে, আমরা পেয়েছি নতুন বাংলাদেশ।

খায়রুল হাসান জোর দিয়ে বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্র জনতার একটাই প্রত্যাশা, আর কোনো ফ্যাসিবাদের উত্থান নয়। এজন্য দরকার জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি। জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করতে হবে, নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করতে হবে, নির্বাচন ব্যবস্থায় প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) চালু করতে হবে এবং নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

তিনি আরও দাবি করেন, ফ্যাসিবাদী গণহত্যার দৃশ্যমান বিচার ও আওয়ামী দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।

উপজেলা জামায়াতের আমীর জননেতা মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান খান, উপজেলা নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামাল, পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান প্রমুখ।

উপজেলা চত্বরে সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে খোদেজা মার্কেটের সামনে শেষ হয়। মিছিলে কয়েক হাজার ছাত্রজনতা অংশ নিয়ে ৫ দফা দাবিতে শ্লোগান দেন, জুলাই সনদ বাস্তবায়ন কর, নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ কর।

Link copied!