শ্রীপুরে চকলেটের লোভ দেখিয়ে শিশু ধর্ষণ

রুহুল আমিন সুজন , স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫, ০৬:৩২ পিএম

প্রতিকী ছবি

গাজীপুরের শ্রীপুরে মাদ্রাসা পড়ুয়া ১০ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণ করা হয়েছে। শিশুটির বাবা মোঃ জালাল উদ্দিন (৪০) বাদি হয়ে শ্রীপুর মডেল থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছ।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভা ৫ নং ওয়ার্ড মাধখলা আব্দুল কাদেরের ছেলে মোঃ শামীম প্রধান(৩০)। গত ২২ অক্টোবর সকালের দিকে চকলেট খাওয়ানো কথার কৌশলে প্রতিবেশী ফজলুর রহমানের নির্মাণাধীন বহুতলা ভবনের নিচ তলা শিশুটিকে নিয়ে যান।

সেখানে শামীম প্রথমে শিশুটি সঙ্গে অনৈতিক আচরণ শুরু করে, পরে শিশুটিকে জোর করে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ্য করা হয়েছে।

ধর্ষণ প্রাক্কালে শিশুটির চিৎকারে আশপাশ লোক এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি দ্রুত পালিয়ে যায়।

পরে কান্না জড়িত শিশুটি বাড়ি ফিরে, পুরোঘটনাটি তার বাবাকে জানায়। পরিবারের সদস্যদের পরামর্শে পরের দিন মামলা দায় করা হয়। 

শ্রীপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আঃবারিক পিপিএম জানান অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০২০) এর ৯(১)ধারা মামলা রজু হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশে অভিযান চালাচ্ছে।

তদন্ত কর্মকর্তা উপরিদর্শক (এসআই) সাখাওয়াত হোসেন সাদ্দাম বলেন, শিশুটির চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।প্রাথমিক তদন্তে অভিযোগের সততা মিলেছে। আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।  

এই শিশুর ধর্ষণ ঘটনার পর মাধখলা এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আসামি গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছে।

Advertisement

Link copied!