ইমাম মহিব্বুল্লাহ গুম: ইসকন হুমকি, তোলপাড় টঙ্গী, তদন্তে ব্যর্থ পুলিশ?

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৫ অক্টোবর, ২০২৫, ০৩:২২ পিএম

ইমাম মহিব্বুল্লাহ

গাজীপুরের টঙ্গী টিএন্ডটি বাজার জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেম আলহাজ্ব ক্বারী মুফতি মহিব্বুল্লাহ মিয়াজী নিখোঁজের একদিন পর পঞ্চগড়ের তেতুলিয়ায় গাছের সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় উদ্ধার হয়েছিলেন।

টঙ্গী পূর্ব থানার ওসি শনিবার (২৫ অক্টোবর) ওয়াহিদুজ্জামান এক প্রেসনোটে জানান, মামলা রুজুর আগেই অনুসন্ধান শুরু হয়। এখনো কাউকে দায়ী করার মতো প্রমাণ মেলেনি।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার অনুরোধ জানাচ্ছে পুলিশ।

অন্যদিকে ,তদন্তে স্থবিরতা, ক্ষোভে উত্তপ্ত টঙ্গী এলাকা।ইতোমধ্যে টঙ্গী পূর্ব থানায় মামলা হলেও এখনো কোনো সন্দেহভাজন বা ক্লু মেলেনি।ফলে বিক্ষুব্ধ আলেম ফুঁসে উঠেছে সারা দেশে। তারা বলছেন তাহলে কী ব্যর্থ পুলিশ?

গত শুক্রবার প্রায় প্রতিটি মসজিদের জুমার খুতবায় গুমের বিষয়টি তুলে ধরে ইসকন নিষিদ্ধ ও জড়িতদের বিচার দাবি করা হয়েছে।

ধর্মীয় সম্প্রীতির প্রচারক একজন ইমামকে অপহরণের এ ঘটনা এখন সারাদেশে আলোচনার ঝড় তুলেছে।

সহকর্মী আলেমদের দাবি, নিখোঁজের আগে তিনি ইসকন (ISKCON)–এর কিছু সদস্যের কাছ থেকে হুমকি পেয়েছিলেন। ফোন ও বার্তার মাধ্যমে তাকে “ধর্মীয় সংঘাতমূলক বক্তব্য” না দিতে সতর্ক করা হয়।

এক সহকর্মী বলেন,খতিব সাহেব বলেছিলেন, কিছু লোক তাকে হুমকি দিচ্ছে। আমরা তাকে সাবধান থাকতে বলেছিলাম।

উল্লেখ্য -বুধবার (২২ অক্টোবর) ফজরের নামাজের পর তিনি বের হন এবং আর ফেরেননি।পরদিন সকালে পঞ্চগড়ের তেতুলিয়া হেলিপ্যাড এলাকায় স্থানীয়রা তাকে গাছের সঙ্গে শিকলবদ্ধ অবস্থায় দেখতে পান।

নির্যাতনের চিহ্নসহ উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ।

স্থানীয়রা অভিযোগ করে বলছেন ও এক ইসলামি নেতা বলেন,একজন আলেম গুম হলেন, আর পুলিশ কিছু জানে না,এটা জাতির জন্য লজ্জার।

পুলিশের এই প্রেস রিলিজের পর আতঙ্ক ও প্রশ্নের ঝড় উঠেছে পুরো টঙ্গী জোরে। 

সারা টঙ্গীতে একটাই প্রশ্ন,ইসকন হুমকি, ইমামের গুম, আর পুলিশের নীরবতা—এর পেছনে আসলে কী আছে?

মানবাধিকার সংগঠন ও ইসলামি নেতারা দ্রুত তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।বিক্ষোভ মিছিল সবই করছেন।পাশাপাশি অগ্রগতি সফলতা ব্যর্থতা সব দিকেই দৃষ্টি রাখছেন। তাদের দাবি আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট হলে এই গুমের রহস্য উদঘাটন করা কোন কঠিন বিষয় নয়।

Advertisement

Link copied!