গণ-আন্দোলনের ৫ দফা দাবি আদায় ও নভেম্বরের গণভোটের দাবিতে বাংলাদেশ জামাতে ইসলামী গাজীপুর মহানগর জামাতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) সকালে জেলা শহরের শিববাড়ী মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর জামাতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু সাঈদ মোহাম্মদ ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত গাজীপুর-২ আসনের এমপি প্রার্থী মোঃ হোসেন আলী, গাজীপুর-৫ আসনের এমপি প্রার্থী মো. খাইরুল হাসান, সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন, আজহারুল ইসলাম, গাজীপুর-৪ আসনের এমপি প্রার্থী সালাহ উদ্দিন আইউবী, মহানগর শিবিরের সভাপতি রেজাউল ইসলাম, থানা আমীর সহ বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ।
৫ দফা দাবীর মধ্যে রয়েছে- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করা, এর আগে নভেম্বরে গণভোট করে জুলাই সনদের মেন্ডেট নিয়ে আগামী জাতীয় নির্বাচনে উভয়কক্ষে পি,আর পদ্ধতি চালু করা, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সকল জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা, স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
আপনার মতামত লিখুন :