আমি আপনাদেরই লোক, অন্যায় করিনি, এখন একটিমাত্র ভোট চাই -হান্নান মিয়া হান্নু

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ২৬ অক্টোবর, ২০২৫, ০২:১৭ পিএম

আমি আপনাদেরই লোক, আপনাদের কোলে-পিঠে মানুষ হয়েছি, এই শহরেই আমার জন্ম। ছোটবেলা থেকেই মানুষের জন্য কাজ করাটাই আমার জীবনের নেশা ছিল।

আবেগভরা কণ্ঠে এমন কথাই বললেন গাজীপুর সিটি কর্পোরেশনের তিনবারের সফল কাউন্সিলর ও গাজীপুর-২ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী আলহাজ্ব মো. হান্নান মিয়া হান্নু।

শনিবার রাতে গাজীপুর সিটির ২৮ নম্বর ওয়ার্ডের পোড়াবাড়ি বাজারে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন—এখানে শত শত মানুষ আছেন, কেউ কি বলতে পারবেন আমি কখনও অন্যায় করেছি, কারও জমি দখল করেছি, কারও কাছ থেকে টাকা নিয়েছি বা কাউকে কষ্ট দিয়েছি? যদি এসব না করে থাকি, তাহলে আপনাদের সন্তান হিসেবে আমি কি আসন্ন জাতীয় নির্বাচনে একটি ভোটও আশা করতে পারি না?

তার বক্তব্যে মুহূর্তেই জনতার মধ্যে উত্তেজনা ও আবেগ ছড়িয়ে পড়ে। শত শত মানুষ হাততালি দিয়ে সাড়া দিয়ে সমস্বরে বলেন—আগামীর ভোট ধানের শীষে, গাজীপুর-২ আসনে হান্নু ভাইয়ের পক্ষে!

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, যুবসমাজ ও বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয় ভোটার আব্দুল মজিদ বলেন,হান্নান সাহেব তিনবার কাউন্সিলর ছিলেন। তিনি এমন মানুষ যিনি কখনও কাউকে ঠকাননি। জনগণের জন্য রাতদিন কাজ করেছেন।

তরুণ ভোটার ফারুক হোসেন বলেন,গাজীপুর-২ আসনে বিএনপি যদি হান্নান ভাইকে ধানের শীষ দেয়, তাহলে জয় নিশ্চিত। উনি আমাদের গর্ব, জনগণের নেতা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে,গাজীপুর-২ আসনে বিএনপির নিশ্চিত বিজয়ের চাবিকাঠি হান্নান মিয়া হান্নু। তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা, নির্লোভ চরিত্র ও দীর্ঘ রাজনৈতিক ত্যাগ তাকে এই আসনের সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি স্থানীয় নেতাকর্মী ও ভোটারদের একটাই আবেদন—গাজীপুর-২ আসনে ধানের শীষ দিন ত্যাগী, সৎ, জনপ্রিয় নেতা হান্নান মিয়া হান্নুকে। তিনিই পারবেন গাজীপুরে ধানের শীষের বিজয় পতাকা উড়াতে।

Advertisement

Link copied!