নেত্রকোণার কেন্দুয়া উপজেলার জালিয়ার হাওরে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির মাছ। একসময় এই হাওর ছিল দেশি মাছের ভান্ডার। মৌসুম এলেই জেলে ও স্থানীয়দের জালে উঠত রুই, কাতলা, মৃগেল, শিং, টেংরা, কৈ, পুটি ও বুয়ালসহ অসংখ্য প্রজাতির মাছ। এখন সেই জালিয়া হাওর প্রায় মাছশূন্য হয়ে পড়েছে।
স্থানীয় বড়তলা এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, অতিরিক্ত কীটনাশক ব্যবহার, হাওরের বিভিন্ন স্থানে অবৈধভাবে বাঁধ নির্মাণ, পানির প্রবাহে বাধা সৃষ্টি এবং ‘চায়না বাইর’ (চায়না জাল) ব্যবহারের কারণে মাছের উৎপাদন ভয়াবহভাবে কমে গেছে। এছাড়া প্রজনন মৌসুমে নির্বিচারে মাছ ধরা ও অবৈধ কারেন্ট জালের ব্যবহারও মাছ বিলুপ্তির অন্যতম কারণ বলে জানান তিনি।
হাওরপাড়ের কৃষক শওকত আকবর দৈনিক প্রতিদিনের কাগজ-কে জানান, আগের মতো মাছ না পেয়ে এখন তারা জীবিকা সংকটে পড়েছেন। কেউ কেউ বাধ্য হয়ে পেশা পরিবর্তন করে অন্য কাজে যুক্ত হয়েছেন।
এ বিষয়ে কেন্দুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “জালিয়ার হাওরে মাছের উৎপাদন বাড়াতে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধ বাঁধ ও কারেন্ট জাল অপসারণের পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচিও চলমান রয়েছে।”
একসময় প্রাণচঞ্চল জালিয়ার হাওর এখন নিস্তব্ধ মাছের অভাবে হারিয়ে যাচ্ছে হাওরের পুরনো ঐতিহ্য আর স্থানীয় মানুষের হাসি।
আপনার মতামত লিখুন :