সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ এর একটি আভিযানিক দল জেলা প্রশাসনের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ১৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। ২৯ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল ৯টা থেকে দুপুর ৩টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন সদর কোম্পানি, র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রাশিক খান শুষান।
অভিযান চলাকালে দালাল চক্রের সদস্যরা সরকারি কাজে বাধা প্রদান করায় ১৮৬০ সনের দণ্ডবিধি আইনের ১৮৬ ধারায় ভ্রাম্যমাণ আদালত ১৮ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এর মধ্যে ১৬ জনকে ২০ দিনের, একজনকে ১৪ দিনের এবং আরেকজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— মোঃ মাসুদুল করিম (৪৮), ছামির (২৩), রুবেল (৫৫), আজাহার (৪৮), শামীম (২৭), আশরাফুল (২৩), হারিদুল ইসলাম (৪২), মোঃ আলামিন (২৫), তুষার আহম্মেদ (২৭), বিজয় (৫০), নজরুল ইসলাম (৪৫), ইদ্রসি আলী (৪০), শহিদুল ইসলাম (৩০), ইমন (১৯), নয়ন মিয়া (৪৮), চঞ্চল (৩৩), আঃ রাজ্জাক (৬২) ও মোঃ আলামিন (৪৫)।
র্যাব জানায়, দালাল চক্রের এসব সদস্য দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় অবস্থান নিয়ে গরিব ও অসহায় রোগীদের ভুল তথ্য দিয়ে অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে প্রেরণ করে আসছিল। তারা রোগী ও স্বজনদের কাছ থেকে অর্থ আদায় করে প্রতারণার মাধ্যমে আর্থিক ক্ষতি করত। জনগণের কল্যাণে র্যাবের এমন জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
 
                                 
                                
                                       
                                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
        
আপনার মতামত লিখুন :