সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে তথ্য অধিকার আইনের গুরুত্ব অপরিসীম : সচিব জাহেদা পারভীন

রেজাউল করিম রেজা , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:০৫ পিএম

সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেছেন মন্ত্রিপরিষদ বিভাগের (সমন্বয় ও সংস্কার) সচিব জাহেদা পারভীন। তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস, আর তথ্যপ্রাপ্তি জনগণের মৌলিক অধিকার। তাই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণকে তার প্রাপ্য তথ্য সঠিকভাবে প্রদান করা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ‘তথ্য অধিকার আইন-২০০৯’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে সচিব এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসন, ময়মনসিংহের সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। সচিব জাহেদা পারভীন বলেন, “জনগণ কী তথ্য পাবে এবং কোন পদ্ধতিতে পাবে—তথ্য অধিকার আইনে তার সুস্পষ্ট ব্যাখ্যা রয়েছে।

স্পর্শকাতর তথ্যের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও সেটিও যথাযথ প্রক্রিয়ায় নাগরিককে জানাতে হবে।” তিনি আরও যোগ করেন, “সঠিক তথ্য প্রাপ্তি নাগরিকদের রাষ্ট্রীয়, সামাজিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। বলা হয়, ‘তথ্যই শক্তি’; সেই শক্তির কার্যকারিতা নিশ্চিতে তথ্য অধিকার আইনের গুরুত্ব অনস্বীকার্য।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মোসাঃ সুরাইয়া বেগম। স্বাগত বক্তব্য প্রদান করেন যুগ্মসচিব ড. মোহাম্মদ আশরাফুল আলম। কর্মশালায় তথ্য অধিকার আইন-২০০৯ এর পটভূমি, উদ্দেশ্য, বাস্তবায়নের প্রক্রিয়া এবং সরকারি কর্মকর্তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, এই আইনের সফল প্রয়োগের মাধ্যমে তথ্যের নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করে রাষ্ট্রকে আরও অগ্রসর করা সম্ভব। অনুষ্ঠানে বিভাগীয় জেলা তথ্য অফিস, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

Advertisement

Link copied!