হিলিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে রাস্তার কাজ বন্ধ

মোঃ তাহাকিক হাসান , হিলি (দিনাজপুর) সংবাদদাতা

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ০৬:২৮ পিএম

দিনাজপুরের হিলিতে বোয়ালদাড় ব্রীজ থেকে শান্তির মোড় পর্যন্ত ২ কিলোমিটার একটি রাস্তা পাকা করার কাজে ময়লা-আবর্জনাযুক্ত নিম্মমানের ইট-খোয়া-বালু ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের বাঁধার মুখে রাতের আঁধারে কাজ বন্ধ করে পালিয়ে যায় ঠিকাদারের লোকজন। কিছু দিন পর আবার কাজে যোগ দিলেও নিম্ন মানের খোয়া (৩ নং ইট) ব্যবহার করছেন তারা। তবে ঠিকাদার প্রতিষ্ঠার বলছেন পূর্বের সব ইটের খোয়া পরিবর্তন করা হবে। এদিকে রাস্তার কাজের বিষয়ে জানতে চাইলে বক্তব্য না দিয়ে রেগে যান উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই কিলোমিটার রাস্তার সংষ্কার কাজে বরাদ্দ ৯৯ লক্ষ টাকা। এই কাজের ঠিকাদার হিসেবে দায়িত্ব পেয়েছেন দিনাজপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস কনট্রাকশন। ঠিকাদার নিম্নমানের ইটের খোয়া ও মাটিযুক্ত বালি দিয়ে কাজ করছেন। প্রথম দিকে স্থানীয়রা কাজে বাঁধা প্রদান করলে ঠিকাদারের লোকজন কাজ রেখে পালিয়ে যায়। পরে ভাল মানের ইটের খোয়া ব্যবহার করবেন এমন আশ্বাসে কয়েকদিন পর কাজে ফিরলে পূর্বের নিন্ম মানের খোয়া ব্যবহার করছেন বলে অভিযোগ স্থানীয়দের। এতে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। পরে তারা আবারো কাজ বন্ধ করে দিয়েছেন। 

স্থানীয় কয়েক জন বলেন, রাস্তায় অত্যন্ত নিম্নমানের খোয়া দেয়া হচ্ছে। বালুর মানও খারাপ। রাস্তায় খোয়া ও বালুর পরিমাণে নিয়ম মানা হচ্ছে না। আমরা নিষেধ করলেও ঠিকাদারের লোকজন তা শুনছেন না। এভাবে রাস্তা করলে ২-১ মাসের মধ্যে ভেঙ্গে যাবে। 

ঠিকাদারি প্রতিষ্ঠান এসএস কনট্রাকশনেন কর্ণধার মোঃ আশরাফুলের সাথে আজ ফোন করে বক্তব্য চাইলে সে অপারগতা প্রকাশ করে। রাস্তায় কাজ নিম্ন মানের সামগ্রি (৩ নং ইটের খোয়া) দিয়ে হচ্ছে বললে সে বলেন যে, আমরা ৩নং ইটের খোয়া দিয়ে কাজ করবো আপনারা পারলে ঠেকায়েন।

Link copied!