দোয়ারাবাজারে ইয়াবাসহ গ্রাম চৌকিদারের স্ত্রী আটক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ০২:২১ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

এনামুল কবির মুন্না, ভ্রাম্যমাণ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) রাতে দোয়ারাবাজার থানার এসআই রফিজুল মিয়া ও এসআই মোখলেছুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে সুরমা ইউনিয়নের শান্তিপুর গ্রামের চৌকিদার হাবিবুর রহমানের স্ত্রী রেহেনা বেগম (৪৫)-এর ঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২২ হাজার টাকা।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদুল হক বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।“মাদকবিরোধী অভিযানে দোয়ারাবাজার থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

Link copied!