ভাঙ্গায় কাঁশবন থেকে যুবকের মরদেহ উদ্ধার

মোঃ জাকির হোসেন মুন্সি , ভাংগা (ফরিদপুর) সংবাদদাতা

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:০৩ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় জহির (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে ভাঙ্গা পৌরসভার পশ্চিম হাসামদিয়া (ভাঙ্গা টাউন) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জহির শরীয়তপুর জেলার বাসিন্দা। তিনি ভাঙ্গা পৌর এলাকার নুরপুর গ্রামের কুটি শেখের মেয়ে জামাই। তাৎক্ষণিকভাবে তার পিতার নাম জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনে কাশবন ঘেরা নির্জন স্থানে কয়েকজন শিক্ষার্থী প্রথমে মরদেহটি দেখতে পায়। তারা বিষয়টি স্কুলের শিক্ষক মনিরুজ্জামানকে জানালে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এসময় নিহতের পাশ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফ হোসেন বলেন, “জহির নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।

Link copied!