ফরিদপুরের নগরকান্দায় অভিযান চালিয়ে নকল সার জব্দ

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ০৭:২৯ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

মোমরেজ আলম, নগরকান্দা: ফরিদপুরের নগরকান্দা উপজেলায় অভিযান চালিয়ে ১২০ কার্টুন (১,২০০ কেজি) নকল সার জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এসময় নকল সার বহনকারী নসিমন চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমারের নেতৃত্বে পুরাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রশাসনের দলটি পুরাপাড়া বাজার সড়কে থাকা একটি নসিমন থেকে “গ্রোজিংক প্লাস” নামের ১২০ কার্টুন নকল সার জব্দ করে। পরে তা জনসম্মুখে ধ্বংস করা হয়।

নসিমন চালক শহিদুল জানান, “বোয়ালমারী উপজেলার সস্রাইল বাজারের ডিলার জামিল পুরাপাড়া বাজারের এক দোকানদারের কাছে সার পাঠিয়েছিলেন। আমি শুধু গাড়ি চালিয়ে এনেছি, সার নকল কিনা জানতাম না।”

উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পুরাপাড়া বাজারে নকল সার আসছে। ইউএনও স্যারকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে ১,২০০ কেজি নকল সার জব্দ ও ধ্বংস করা হয়। চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরীক্ষায় দেখা গেছে, বাজারে সিনজেন্টা কোম্পানির ‘গ্রোজিং’ ব্র্যান্ডের হুবহু নকল প্যাকেটে ‘গ্রোজিংক’ নামে সার বাজারজাত করা হচ্ছিল।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “কৃষি কর্মকর্তার মাধ্যমে খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে অভিযান চালাই। নকল সার ধ্বংস করা হয়েছে ও চালককে জরিমানা করা হয়েছে। কৃষকের যাতে ক্ষতি না হয় সেদিকে নজর রেখে প্রতিটি বাজারে সারের দোকানগুলো নিয়মিত মনিটরিং করা হবে, যাতে কেউ নকল সার বিক্রি করে কৃষকদের প্রতারিত করতে না পারে।” 

Link copied!