রায়গঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই পরিবারের অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ০৩:৩১ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

একরামুল হক, রায়গঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জে এক স্কুলশিক্ষক ও ব্যবসায়ীর বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের নাগবাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আনন্দ কুমার নাগ ও তাঁর ভাই ব্যবসায়ী উজ্জ্বল কুমার নাগ।

উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, "খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টানা দেড় ঘণ্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে তিনটি ঘরের পাঁচটি কক্ষসহ সব মালামাল পুড়ে গেছে।"

ক্ষতিগ্রস্ত শিক্ষক আনন্দ কুমার নাগ বলেন, “নিজ নিজ পরনের কাপড় ছাড়া সব পুড়ে গেছে। মালামালের মধ্যে রয়েছে ২টি ফ্রিজ, ২টি টিভি, ৩ সেট সোফা, ৫টি ডাবল খাট, ২টি ড্রেসিং টেবিল, ২টি শোকেস, ২টি ওয়ারড্রোব, ২টি স্টিল আলমারি, ৫টি ফ্যান, বড় বাক্স ২টি, বাইসাইকেল ২টি, প্রায় ৩ ভরি স্বর্ণ ও নগদ ৫৫ হাজার টাকা। ভস্মীভূত হয়েছে পাঁচটি কক্ষসহ তিনটি ঘরের পুরো বাড়ি।"

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত।

Link copied!