ইন্টারনেট সংকটে বিপর্যস্ত গ্রামীণ জীবন

রাব্বী আলম , কেন্দুয়া (নেত্রকোণা) সংবাদদাতা

প্রকাশিত: ৩০ অক্টোবর, ২০২৫, ১০:৩৫ পিএম

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নের বড়তলা গ্রামে এখনো আধুনিক যোগাযোগব্যবস্থার ছোঁয়া পৌঁছেনি। পুরো এলাকায় ইন্টারনেট সংযোগ দুর্বল থাকায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সরকারি সেবা, শিক্ষা ও ব্যাংকিং—সবক্ষেত্রেই ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের।

শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস ও পরীক্ষা দিতে পারছে না, কৃষকরা পাচ্ছেন না সময়মতো আবহাওয়া বা বাজারদরের তথ্য। ব্যবসায়ী ও সাধারণ মানুষ অনলাইন লেনদেন ও মোবাইল ব্যাংকিং করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন।

স্থানীয় কলেজছাত্র আমির হোসেন বলেন, “অনলাইনে ক্লাস বা অ্যাসাইনমেন্ট জমা দিতে গেলে নেট থাকে না। ফোনে ডেটা কিনে রাখি, কিন্তু ব্যবহার করতে পারি না।”বড়তলা গ্রামের কৃষক খোকন বলেন, “আগে অনলাইনে সার বা বীজের খবর পেতাম, এখন সিগন্যাল না থাকায় সময়মতো তথ্য পাই না। এতে ক্ষতি হয়।”এলাকার দোকানদার রাহিম উদ্দিন বলেন, “বিকাশ বা নগদে টাকা পাঠাতে গেলেও বারবার লেনদেন ব্যর্থ হয়। গ্রাহকরা বিরক্ত হয়ে চলে যান।

গ্রামবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন অপারেটর ও প্রশাসনের কাছে সমস্যা জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের দাবি, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এ অঞ্চলে দ্রুত স্থায়ী ইন্টারনেট সংযোগ নিশ্চিত করা হোক।

Link copied!