তোফায়েল আহমেদ, দেবিদ্বার: কুমিল্লার দেবিদ্বারে ফসলি জমি রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার সুবিল ইউনিয়নের রাঘবপুর গ্রামে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুটি ড্রেজার অপসারণ ও কয়েকশ ফুট পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
অভিযানে জানা যায়, স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে রাঘবপুর এলাকায় ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলন করে আসছিল। স্থানীয় কৃষক ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।
অভিযানের সময় ড্রেজার ব্যবসায়ী মো. খোরশেদ আলম ও বাবুল মিয়ার মালিকানাধীন দুটি ড্রেজার অপসারণ করা হয় এবং মাটি উত্তোলনে ব্যবহৃত কয়েকশ ফুট পাইপ কেটে ধ্বংস করা হয়।
তবে ড্রেজার মালিক খোরশেদ আলম দাবি করেন, “আমার ড্রেজারটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় ছিল। কোনোভাবে মাটি কাটা হচ্ছিল না। তবুও তা ভেঙে ফেলা হয়েছে।”
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন,
“ফসলি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আজকের অভিযানে দুটি ড্রেজার অপসারণ ও কয়েকশ ফুট পাইপ ধ্বংস করা হয়েছে। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানা বা আটক করা সম্ভব হয়নি।”
প্রশাসনের এই অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরেছে। তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে অবৈধ মাটি উত্তোলনের কারণে ফসলি জমি নষ্ট হয়ে যাচ্ছিল, ফলে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন। প্রশাসনের দ্রুত পদক্ষেপে তারা আশাবাদী হয়েছেন যে, ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে।
দেবিদ্বার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফসলি জমি ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
আপনার মতামত লিখুন :