মহেশপুর সীমান্তে ফেন্সিডিল উদ্ধার ও একাধিক বাংলাদেশি আটক

ইলিয়াস হোসাইন , কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৫, ০৭:৪১ পিএম

ছবি- প্রতিদিনের কাগজ

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান ও অবৈধ অনুপ্রবেশ রোধে পৃথক অভিযানে ফেন্সিডিল উদ্ধারসহ একাধিক বাংলাদেশি নাগরিককে আটক করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উথলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৭১/এমপি থেকে প্রায় ৩.৫ কিলোমিটার ভেতরে মনোহরপুর মাঠে হাবিলদার মো. কামরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

এর আগে সোমবার (২৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটে কুসুমপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬১/১৪-আর থেকে প্রায় ৩০০ গজ ভেতরে চাঁপাতলা গ্রামে টহল চালিয়ে দালাল মুকুল হোসেন (৪৪) ও এক নারীসহ দুই বাংলাদেশিকে আটক করা হয়। তারা অবৈধভাবে ভারতগামী ছিলেন বলে বিজিবি জানিয়েছে। আটককৃতদের পরবর্তীতে মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

একই রাত ১টার দিকে মাটিলা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৫৩/১-এস থেকে প্রায় ২৫০ গজ ভেতরে মকরধ্বজপুর গ্রামের কবরস্থানের পাশে টহলকালে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় অজয় কুমার হাওলাদার (৩৭) ও রিপন মৃধা (২৮) নামে আরও দুই বাংলাদেশিকে আটক করা হয়। তাদেরও মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাঘাডাঙ্গা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে প্রায় ৫০ গজ ভেতরে টহলকালে অবৈধভাবে ভারতগামী ৬ বাংলাদেশিকে আটক করে বিজিবি। তাদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন, ইউসুফ গণী (৫৪), পিতা মৃত মোস্তাক আহমদ, গ্রাম সরকারি ঘোনা, পেকুয়া, কক্সবাজার। মো. নুর আলম (২৬), পিতা আব্দুল মানিক, গ্রাম মাইয়ারচর, সিলেট সদর, সিলেট। সুমতি বিশ্বাস (২৪), পিতা সুমন্ত বিশ্বাস, গ্রাম বোড়াশী, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।

 

বিজিবির এক কর্মকর্তা জানান, “সীমান্ত এলাকায় মাদক ও মানবপাচার রোধে মহেশপুর ব্যাটালিয়নের টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।”

Link copied!