সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের মতো এলাকায় অসংখ্য ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন অবাধে চলাচল করে, যার বেশিরভাগেরই সঠিক লাইসেন্স নেই। এই সমস্যা সমাধানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পুরোনো ও অকেজো যানবাহন জব্দ করার পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে সমস্যাটি এখনও বিদ্যমান।
অল্পবয়স্ক ও অদক্ষ চালকরা ফিটনেসবিহীন গাড়ি চালাচ্ছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। অনেক বাসের ফিটনেস এবং রুট পারমিট নেই, তবুও সেগুলো মহাসড়কে চলাচল করছে। লক্কড়ঝক্কড় ও ত্রুটিপূর্ণ গাড়ি মালিকেরা কোনোমতে মেরামত করে চলাচল করায়, যা বড় দুর্ঘটনার কারণ হয়। অল্পবয়সি চালকরা অন্য কোম্পানির গাড়ির আগে যাত্রী তোলার জন্য বেপরোয়াভাবে গাড়ি চালায়।
এ বিষয়ে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ কৌশীক আহাম্মেদ বলেন, “আমরা নিয়মিত চেক পোস্ট করছি এবং মামলা দেওয়াসহ গাড়ি ডাম্পিং করছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি যাত্রীরা সচেতন হয়ে ফিটনেসবিহীন গাড়িতে না ওঠেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে যাত্রী না পেয়ে ফিটনেসবিহীন গাড়ি বন্ধ হয়ে যাবে। এছাড়াও তিনি বলেন, যাত্রীদের আহবান করব তারা যেন ফিটনেসবিহীন গাড়িতে না ওঠে।”
আপনার মতামত লিখুন :