গৃহবধূকে নির্মমভাবে মারধরের অভিযোগ

মোঃ হানিফ মিয়া , পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৫:০৫ পিএম

রংপুরের পীরগঞ্জ উপজেলার ৮ নং রায়পুর ইউনিয়নের বাহাদুরপুর (নয়াপাড়া) গ্রামে এক গৃহবধূকে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে। গত সোমবার ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ বিরাজ করছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় গ্রামের আয়নাল হক তাঁর স্ত্রীকে নিয়ে দাওয়াত খেতে যান। তাঁদের দুই ছোট সন্তান বাড়িতে একা ছিল। আয়নাল হকের বাড়ি ফিরতে দেরি হওয়ায় এই সুযোগে তাঁর ছোট ভাই জয়নাল মিয়া, যিনি স্থানীয়ভাবে 'মুরগি চোর' হিসেবে পরিচিত, দেয়াল টপকে বাড়িতে প্রবেশ করেন। দুই শিশু তাকে দেখে চিৎকার করলে জয়নাল মিয়া পালিয়ে যান।

আয়নাল হক বাড়ি ফিরে সন্তানদের মুখে ঘটনা শুনে ছোট ভাইকে গালিগালাজ করতে থাকেন। এতে ক্ষুব্ধ হয়ে জয়নাল মিয়া ও তাঁর ভগ্নিপতি নওয়াব আলী লাঠি হাতে আয়নালের বাড়িতে ঢুকে পড়েন। তাঁরা প্রথমে আয়নাল হককে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং পরে আয়নালের স্ত্রী চম্পা বেগমকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। লাঠির আঘাতে তাঁর মাথা ফেটে যায়।

আহত অবস্থায় প্রতিবেশীরা চম্পা বেগমকে রিকশা-ভ্যানে করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে "বোর্ডের ঘর" এলাকায় নওয়াব আলী আবারও তাঁদের পথ আটকে দেন। সেখানে তিনি জনসমক্ষে চম্পা বেগমকে রিকশা থেকে টেনে নামিয়ে আবারও মারধর করেন।

এই ঘটনার পর আয়নাল হক পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে পীরগঞ্জ থানার এসআই বাদল জানিয়েছেন, "ঘটনা সত্য। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। আপনারা এজাহার দিলে মামলা নেওয়া হবে।"

Link copied!