উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ভস্মীভূত, নিহত ১

মোহাম্মদ রাশেদ , উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৭:৩৬ পিএম

কক্সবাজারের উখিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকাল ৩টার দিকে উখিয়া স্টেশন বাজারের বিজয় মার্কেট সংলগ্ন নিলুপা মার্কেট ও আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে মুহূর্তেই পুড়ে যায় প্রায় ১০০টিরও বেশি দোকান।

উখিয়া স্টেশন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নুরুজ্জামান বাক্কা জানান, এই ভয়াবহ আগুনে অন্তত ৫ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ী জীবনের সর্বস্ব হারিয়েছেন।

সোমবার বিকেলে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো মার্কেট এলাকা ছাই হয়ে গেছে। পুড়ে যাওয়া দোকানের পণ্যসামগ্রীর ভস্মস্তূপ থেকে ধোঁয়া উঠছিল। দোকানগুলোতে রাখা পোশাক, ইলেকট্রনিক্স, কসমেটিকস, মোবাইল এক্সেসরিজসহ সবকিছুই পুড়ে গেছে। এ ঘটনায় উখিয়ার এক ব্যবসায়ী মোহাম্মদ আলী (৪৫) আগুনে পুড়ে মারা গেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আগুনের তীব্রতায় পাশে থাকা বাংলাদেশ কৃষি ব্যাংক উখিয়া শাখাও ঝুঁকিতে পড়ে। তবে ব্যাংকের কর্মকর্তারা দ্রুত নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদে সরিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এছাড়া মার্কেটের নিচতলায় অবস্থিত দুটি ফার্মেসিতেও আগুন আংশিকভাবে লেগে ওষুধপত্রের ক্ষতি হয়েছিল।

উখিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দৌলন আচার্য্য জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যাই। স্থানীয় ব্যবসায়ী, সেনাবাহিনী, পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যদের যৌথ সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন নেভানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করেছে উখিয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সান্ত্বনা দেন। তিনি বলেন, এমন ভয়াবহ দুর্ঘটনা থেকে বাঁচতে সবাইকে আরও সচেতন হতে হবে। শীত মৌসুমে বৈদ্যুতিক লাইন ও গ্যাস ব্যবহারে বিশেষ সতর্কতা জরুরি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।

বাজার কমিটির সভাপতি নুরুজ্জামান বাক্কা আরও বলেন, এই অগ্নিকাণ্ডে উখিয়ার ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে গেছেন। আমরা সরকারের পাশাপাশি স্থানীয় বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিলুপা মার্কেটের পেছনের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। তদন্তে বিষয়টি নিশ্চিত হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

অগ্নিকাণ্ডে নিহত ব্যবসায়ী মোহাম্মদ আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় ব্যবসায়ীরা বলেন, আমরা রাতারাতি সর্বস্ব হারিয়েছি। সরকারের সহায়তা ছাড়া এই ক্ষতি পূরণ সম্ভব নয়।

Advertisement

Link copied!