আ.লীগের কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ময়মনসিংহের এসপির

নিজস্ব সংবাদদাতা , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৫, ০৮:১৬ পিএম

পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম।

আওয়ামী লীগের নিষিদ্ধ কর্মসূচি ঘিরে সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম। 

জেলা পুলিশ সূত্রে জানা যায়, আগামী ১৩ নভেম্বর পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার তারিখ ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের একাংশ ময়মনসিংহের বিভিন্নস্থানে  বিক্ষোভ কর্মসূচির আহ্বান দিয়েছে। এই প্রেক্ষাপটে ময়মনসিংহে নাশকতার আশঙ্কা তৈরি হওয়ায় পুলিশ প্রশাসন পুরো জেলাজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

 সতর্ক অবস্থায় পুলিশ, র‌্যাব ও ডিবি :  এসপি কাজী আখতার উল আলমের নির্দেশনায় জেলা পুলিশের ডিবি, থানা পুলিশ, ট্রাফিক বিভাগ ও সাইবার ইউনিট যৌথভাবে অভিযান পরিচালনা করছে।

গৌরীপুর, ফুলবাড়ী, ত্রিশাল ও সদর উপজেলায় চেকপোস্ট, তল্লাশি ও টহল অভিযান জোরদার করা হয়েছে।এসপি’র দপ্তর থেকে পাঠানো এক নির্দেশনায় বলা হয়েছে, কোনো অবস্থাতেই নাশকতা, অপপ্রচার বা অস্থিতিশীলতা সহ্য করা হবে না। মাঠ পর্যায়ের সব কর্মকর্তা-কর্মচারীকে সতর্ক অবস্থায় থাকতে হবে।”

নির্দেশনায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানোর চেষ্টা হলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে সাইবার ইউনিটের সহায়তায় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করতে হবে।”

পুলিশ জানায়, ১০ নভেম্বর থেকে ময়মনসিংহে বিশেষ অভিযান শুরু হয়েছে, যাতে ইতিমধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান রায় ঘোষণার দিন পর্যন্ত চলবে।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন বলেন, ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিদিন অভিযান চলছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, উসকানি দেবে বা অপপ্রচার চালাবে—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

জেলা পুলিশ বলছে আইনশৃঙ্খলা বাহিনীর একমাত্র লক্ষ্য—জননিরাপত্তা নিশ্চিত করা। কোনো দল বা ব্যক্তির রাজনৈতিক স্বার্থে পুলিশকে ব্যবহার করতে দেওয়া হবে না।”

Advertisement

Link copied!