আশুলিয়া থানার পলাশ বাড়ি পল্লীবিদ্যুৎ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬০পিস ইয়াবা ট্যাবলেটসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (৭ডিসেম্বর) দুপুর ১২টা ৩০মিনিটের সময় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন। এসময় তিনি বলেন গতকাল রাত ১১টা ৩০ মিনিটের সময় আশুলিয়া থানার পলাশ বাড়ি পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে ২জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি'রা হলো: ১। আল ইসলাম (২৮), পিতা-শাজাহান মাতবর, গ্রাম -মুক্তারপুর, থানা-সদর, জেলা-মুন্সিগঞ্জ,বর্তমান ঠিকানা ইউনিক, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।
২। মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা-মৃত আঃ হালিম শেখ, গ্রাম-উত্তর মহাখালি, থানা-সদর,জেলা-মুন্সিগঞ্জ বর্তমান ঠিকানা-ইউনিক (দ্বীন মোহাম্মদ এর বাড়ির ভাড়াটিয়া), থানা- আশুলিয়া, জেলা-ঢাকা।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া কাছে জানতে চাইলে বলেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন নেতৃত্বে আমাদের সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাত ১১টা ৩০ মিনিটের সময় আশুলিয়া থানার পলাশ বাড়ি পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে ২জন-কে গ্রেফতার করা হয়েছে।
উক্ত বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশেরা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এসময় তিনি বলেন ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান স্যার এর নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :