ঝিনাইদহে প্রবাসি ছোট ভাইয়ের বটির কোপে বড় ভাই খুন

নিউজ ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম

শাহীন রেজা, কোটচাঁদপুর: ঝিনাইদহ  সদর উপজেলার বেতাই গ্রামে ছোট ভাইয়ের বটির আঘাতে রোববার বিকালে বড় ভাই সোহেল রানা (৪১) নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের সফিউদ্দীনের ছেলে। বিদেশ থেকে পাঠানো টাকার হিসেব দিতে না পারায় দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট দ্বন্দে এই খুনের ঘটনা ঘটে।

বেতাই গ্রামের নুরুল মালিথা জানান, ছোট ভাই জুয়েল রানা দীর্ঘদিন প্রবাশে ছিলেন। সিঙ্গাপুর থেকে বাড়ি ফিরে বিদেশ থেকে পাঠানোর টাকার হিসাব নিয়ে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ হয়। বড় ভাই জুয়েল টাকার হিসাব না দিয়ে ছোট ভাইকে মারধর করার জন্য বাড়িতে প্রায়ই গোন্ডগোল করতো।

প্রতিবেশি ও স্থানীয় গান্না ইউনয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বর বিপুল হোসেন জানান, রোববার বিকালে দুই ভাইয়ের দ্বন্দের জের ধরে সোহেল রানা ছোট ভাইয়ের দিকে শাবল ও কুড়াল ছুড়ে মারে। পরবর্তীতে রান্নাঘরের বটি এনে আরেকদফা জুয়েলকে আঘাতের চেষ্টা করে। এ সময় জুয়েল রান্না করা বটি তার সামনে এসে পড়লে সেই বটি দিয়ে সোহেলের ঘাড়ে কোপ বসিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল নিহত হন।

খবরের সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি (অপারেশন) শামসুজ্জোহা জানান, গান্না ইউনিয়নের বেতাই মাঠপাড়া গ্রামে সোহেল নামে একজন খুন হয়েছে। টাকা নিয়ে দুই ভাইয়ের দ্বন্দে এই খুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ রোববার বিকালে লাশ উদ্ধার করেছে। পুলিশ ছোট ভাই জুয়েলকে ধরতে অভিযান চালাচ্ছে।

Advertisement

Link copied!