মিশুক আহমেদ, বিরামপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৬ জন প্রার্থীকে বৈধ এবং ২ জন স্বতন্ত্র প্রার্থীকে অবৈধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত যাচাই-বাছাই কার্যক্রম শেষে এ ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম। যাচাই-বাছাই কার্যক্রমে তাকে সহযোগিতা করেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ্ব উদ্দিন, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা আফতাব উদ্দিন এবং নির্বাচন কর্মকর্তা আতাউল হক।
যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, জাতীয় পার্টির অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল হক, এবি পার্টির মোহাম্মদ আব্দুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ নুর আলম সিদ্দিকী এবং বাসদের মোহাম্মদ আব্দুল হাকিম।
অপরদিকে, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শাহনাজ ফিরোজ শুভ শাহ ও মোহাম্মদ আব্দুল্লাহর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :