রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মো. আজমির আলম (৫০) নামে এক ব্যক্তির আকস্মিক মৃত্যু হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) ভোররাতে পূর্ব পাড়ার নিষিদ্ধ পল্লীর একটি ঘরে এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের ফলে স্ট্রোকে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোররাত আনুমানিক ৪টার দিকে আজমির আলম যৌনপল্লীর হাজরার বাড়ির একটি কক্ষে প্রবেশ করেন। কক্ষে প্রবেশের কিছুক্ষণ পর তিনি সংশ্লিষ্ট নারীকে সিগারেট আনার জন্য বাইরে পাঠান। ভোর পৌনে ৫টার দিকে ওই নারী ফিরে এসে আজমির আলমকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি স্থানীয়দের খবর দেন। পরে দেখা যায়, বিছানায় নিথর অবস্থায় পড়ে আছেন।
নিহত আজমির আলম গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার ১০নং দিগনগর ইউনিয়ন এলাকার সর্দি মাতুব্বর বাড়ি গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে।
খবর পেয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ওসি মমিনুল ইসলাম জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারণে স্ট্রোকে তাঁর মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।"
বর্তমানে এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :